ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সমুদ্রে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও নুরুল আমীন (৩৫)।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে, এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড সদস্যরা সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা করে।

এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের ওই নাগরিকদের আটক করা হয়। 

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিলো তা জানতে আটক ৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি