ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উখিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ২০ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারের উখিয়ায় মাজহাারুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
উখিয়া থানার ওসি মো. মন্ছুর আলম জানান, স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার সঙ্গে থাকা আইডি কার্ড অনুযায়ী তার নাম মাজহারুল ইসলাম বলে সনাক্ত করা হয়েছে। ওই কার্ডে তার ঠিকানা পীরগঞ্জ কলোনীর হাট উল্লেখ রয়েছে। 

এছাড়াও তার সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের কিছু কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মাজহারুল ব্রাকের কর্মী। কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি