ফল ও সবজির রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ
প্রকাশিত : ১৭:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের পুবাইল আদর্শ কলেজের হল রুমে বারি'র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারি'র পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের পরিচালক হাবিবুর রহমান শেখ, বারি'র সাবেক পরিচালক মদন গোপাল সাহা ও কলেজের অধ্যক্ষ মো.কাইয়ুম খান।
বক্তারা শাক সবজি, ফল ও ফসলে পোকামাকড়, রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের ১০৫ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
আই/কেআই
আরও পড়ুন