ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, এসআইসহ নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ২১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:২০, ২১ সেপ্টেম্বর ২০১৯

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজলোর শোনাশুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-গোপালগঞ্জ পুলিশলাইনের উপপরিদর্শক আবদুর রশিদ, নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৫), নুর ইসলামের ছেলে রাসেল (২৪), যেশারথ মন্ডলের ছেলে কমল মন্ডল (২৫)। আবদুর রশিদ ছাড়া নিহতদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জনে আলম জানান, রাত সাড়ে তিনটায় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজিরপুরগামী একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো ব-১৫-৩৮৫৫) ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পন্যবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০-৭০৮৪) পিছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলইে বাসের তিন যাত্রী নিহত ও অপর ১২ যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। মারাত্মক আহতদের মধ্যে ১ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি