ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৯

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর আরকু মোড়ে মহানগর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (কুমিল্লা-০৬) ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার হাজী বাহার। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের  সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ আরও অনেকে।

সম্মেলনে মো. মোবারক হোসেনকে সভাপতি ও  মো. জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।

এমএস/  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি