ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের মাদকবিরোধী সমাবেশ, ৫০০ মানুষের শপথ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিহত করতে শপথ নিয়েছেন ৫ শতাধিক মানুষ। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সেরাজুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুল ইসলাম রাজা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপস্থিত স্থানীয় ৫ শতাধিক মানুষ মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করবেন বলে শপথ নেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি