ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা হলেন নুসরাত হত্যা মামলার আসামী মণি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার আসামী কারাবন্দি কামরুন নাহার মণি মা হয়েছেন। আজ শনিবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তান প্রসব করেন তিনি। হাসপাতাল সূত্রে বিষয়টি জানা যায়।

জানা যায়, পাঁচ মাসের গর্ভের সন্তান নিয়েই নুসরাত হত্যায় অংশ নেন মণি। গত ২১ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালতে তিনি এ জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে যান। পরীক্ষার আগে তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। হত্যায় অংশ নেওয়া হলেন শাহাদাত হোসেন শামীম, জোবায়ের হোসেন, জাবেদ হোসেন, কামরুন নাহার মণি ও উম্মে সুলতানা পপি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি