ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২১ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে ৬ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংসদ সদস্য (বাগেরহাট-৪) ডা. মোজাম্মেল হোসেন, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান শ্বপন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শাহীন হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মিজানুর রহমান  প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ ১২৮জন জমির মালিকদের অনুকূলে ৬ কোটি ৭০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি