ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আশুড়ার বিলে নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ২১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে তিন শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফারিয়া মৌ, আসফাক ও রাফি আহমেদ। দুইজন হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফারিয়া মৌ দিনাজপুর মহিলা কলেজের ছাত্রী। আহতরা হলেন,মনোয়ার ও মাহফুজ মিয়া। নিহতদের বাড়ি দিনাজপুর সদরে কাহারোল উপজেলায়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ও দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুড়ার বিলে বেড়াতে যান। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যান। 

এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক ছাত্রীসহ তিন ছাত্রকে মৃত বলে ঘোষণা করনে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি