ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৯

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহন ও অটোরিক্সা মুখোমুখি সংর্ঘষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
 
শনিবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী বাস হানিফ পরিবহন ঢাকা থেকে কুমারখালী যাওয়ার পথে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

এ সময় ঘটনাস্থলে সামাদ (৪৫) নামে অটোরিক্সা চালক নিহত এবং  ৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডা.আসিফ মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অটোরিক্সা চালক সামাদের মৃত্যু হয়। 
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি