ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৬, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকে (৫৬) কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত সোয়া আটটার দিকে চুয়াডাঙ্গা রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অ্যাডভোকেট শফিকুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির জানান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি রেলবাজার এলাকার একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিত তার উপর হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। কারা কেন এ হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মশিউর রহমান বলেন,শফিকুল ইসলামের মাথায় ও শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস জানান, অ্যাডভোকেট শফি জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বলে শুনেছি। তার অবস্থা গুরুতর।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি