ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় জুয়ার আখড়ায় পুলিশি অভিযানে আটক ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২১ সেপ্টেম্বর ২০১৯

বগুড়ায় অভিজাতদের জুয়ার আখড়া হিসেবে চিহ্নিত টাউন ক্লাবে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ টেম্পল রোডে অভিজাতদের জুয়ার আখড়া হিসেবে চিহ্নিত এই টাউন ক্লাব। ক্লাবটিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৫ জনকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামিম কামাল শামিম, গোলাম আলী, হেলাল, আব্দুল খালেক, মুকুল, আমিনুল, মঞ্জুর আলম, মামুনসহ মোট ১৫ জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া টাউন ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবটিতে টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের পাওয়া যায়।

তিনি আরও বলেন, এখানে বেশকিছু প্লেইং কার্ড ও টাকা পাওয়া যায়। আটককৃত ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি