ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীপুরে ১১ জন আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে পৃথক অভিযানে ১১ জনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চাঁদাবাজির অভিযোগে তিনজন ও জুয়া খেলার অভিযোগে আট জনকে আটক করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আফজাল হোসেন শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

কাওরাইদ এলাকার জুয়ার আসর থেকে আব্দুল হাই বেপারী (৫৫), কামরুল হাসান মন্ডল (৪২) ও জাহাঙ্গীর ওরফে টাইগার জাহাঙ্গীরকে (৩৮) আটক করা হয়। তারা সবাই কাওরাইদ ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন গাজীপুর জেলা গোয়েন্দার (ডিবি) পরিদর্শক আফজাল হোসেন।

ঝুট ব্যবসা নিয়ে চাঁদাবাজির অভিযোগে আটকরা হলো- সেলিম (৩২), দুলাল (৩৫), শাহজাহান (৪২), জাকির (২৬), আক্তার হোসেন (২২), শহিদ (৪৫), আবু বক্কর (৪৫) ও নুর হোসেন সোহাগ (৩০)।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি