ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশিয় তৈরি ৩টি বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার ভোররাতে টেকনাফের হ্নীলার শফিউল্লাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার দিবাগত রাতে টেকনাফের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রীকে একটি অস্ত্রসহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে হ্নীলার শফিউল্লাকাটা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল। এতে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলিতে ডাকাত দিল মোহাম্মদ ও তার স্ত্রী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি আরও ২টি সহ ৩টি বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দুজনের মৃতদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি