ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ইজিবাইক চালককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজার সদরের ঈদগাঁওতে নুরুল আলম (৩৭) নামে ব্যাটারি চালিত ইজিবাইক চালককে গুলি করে হত্যা করা হয়েছে। 

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওর দক্ষিণ মাইজপাড়ার সিদ্দিকের বাপের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে জোহান নামে ঘাতক যুবককে অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় দুইটি মোটরসাইকেল, একটি সিএনজি টেক্সি ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। 

পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি