ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মানুষের মাথার খুলিসহ ৪ বস্তা হাড় উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৫, ২২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাজার এলাকা থেকে মানুষের তিনটি মাথার খুলিসহ চারবস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ভুল্লি বাজারে ঢাকাগামী কান্তি পরিবহন নামে একটি ডে-কোচ কাউন্টার থেকে মানুষের মাথাসহ হাড়গুলো উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার এসআই আহমেদ জানান, জব্দকৃত মাথার খুলি ও হাড় কবর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে ভূল্লী বাজারে কান্তি পরিবহনে ঠাকুরগাঁও শহরের তেলী পাড়া এলাকার মুকুল হোসেন নামে এক ব্যক্তি ওই ৪টি বস্তাকে আলুর বস্তা বলে বুকিং করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচিছলেন। 

তবে যাত্রীবাহী ওই গাড়িটি রংপুর কাউন্টারে পৌঁছলে বস্তা দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সেটি ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের উদ্দেশ্যে একই পরিবহনের আরেকটি গাড়ীতে ওই বস্তাগুলো ফেরত পাঠায় কোচ কাউন্টার। 

শনিবার রাতে ঠাকুরগাঁও ভুল্লি কাউন্টারে বস্তা নামিয়ে  খুলে দেখে মানুষের মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়। পরে পুলিশে খবর দিলে তা স্থানীয় থানায় আনা হয়। ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

আই/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি