ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ২২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই বোতল ফেন্সিডিল ও ২০পিস ইয়াবাসহ মতিয়ার রহমান (৪০) ও আল আমিন (৩৮) নামে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে উপজেলার ব্যারাকুটি সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ শনিবার ভোররাতে উপজেলার ব্যারাকুটি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ আল-আমিন এবং খোচাবাড়ী এলাকায় ২০ পিস ইয়াবাসহ মতিয়ার রহমানকে গ্রেফতার করে। আল আমিন ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের মৃত. আবু তালেব ব্যাপারীর পুত্র।মতিয়ার রহমান নাগেশ্বরী উপজেলার নিলুরখামার গ্রামের রহমত মিস্ত্রীর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম। 
কেআই/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি