ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতেকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৪, ২২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাক্ষণবাড়িয়ায় ‘বন্ধু তোমাকে চাই, অসহায় মানুষের পাশে’ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে তিন ম্যাচের ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়। যাতে ৩-০ ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

রোববার সকালে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সিরিজের শেষে ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এর আগের দুই ম্যাচেও ভারতের বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশ। 

পরে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। 

এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ভারতের স্পোর্টস সমিতির  সাধারণ সম্পাদক রাজেশ কাপুর সহ বিশিষ্টজনেরা। 

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে দুই দেশের ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি