ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯

বগুড়া শহরে পৃথক অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি,তিনটি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন,শহরের কাটনারপাড়া কামরুল হোসেনের ছেলে আরেফিন সৈকত(২৯),অপরজন চকসূত্রাপুর এলাকার সোহাগ সরকারের স্ত্রী খাতুন (৩২)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার বিকেল ৩টরদিকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আরেফিনকে আটক করে তার বাড়ি থেকে ১টি বিদেশি নাইন এমএম পিস্তল এবং ৩টি ম্যাগজিন উদ্ধার করে।পরে তা দেয়া তথ্যের ভিত্তিতে রিমা খাতুনের বাড়ির সাদের উপর থেকে ১টি নাইন এমএম বিদেশি পিস্তলসহ ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুইজনকে আসামি করে অস্ত্র-বিস্ফোরণ আইনে মামলার দায়েরের করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি