ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে শিশু আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরে শিশু আইন-২০১৩ বাস্তবায়নে অংশীজনদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বীর মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলাম প্রশিক্ষণ ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। জেলা সমাজ সেবা অধিদফতর ও শিশু উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এসএম আনোয়ারুল করিম ।

সেমিনারে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন ও আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি