ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে মিনা দিবস পা‌লিত

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৬:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৯

'মনের মতো স্কুল পে‌লে, শিখ‌ব মোরা হে‌সে খে‌লে' এই প্র‌তিপাদ্য‌কে সামনে রে‌খে রাজবাড়ী‌তে মিনা দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকালে  সদর উপ‌জেলা প‌রিষদ, উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা শিক্ষা অ‌ফি‌সের যৌথ আ‌য়োজ‌নে দিবস‌টি উপল‌ক্ষে উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গ‌ণ থে‌কে এক‌টি র‌্যালি বের হয়।

এ সময় র‌্যালিটি উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গন ও রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।

এতে উপ‌স্থিত ছি‌লেন, সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বি‌শ্বাস, উপ‌জেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আরিফুর রহমান, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার নাস‌রিন আক্তার, সহাকারী শিক্ষা অফিসার নৃ‌পেন্দ্রনাথ সরকার,  মোশাররফ হো‌সেন, আব্দুস সালাম, নাছ‌রিন নাহার প্রমূখ।

র‌্যালি শে‌ষে সদর উপ‌জেলার বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও যেমন খু‌শি তেমন সা‌জো প্র‌তি‌যোগীতায় অংশগ্রহণ ক‌রে।
 প্র‌তি‌যোগীতা শে‌ষে বিজয়ী শিক্ষার্থী‌দের পুরষ্কার দেওয়া হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি