ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮: বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৯

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাইয়ে বেপরোয়া গতির তিশা পরিবহনের চাপায় একই পরিবারের ৭ জনসহ ৮ জন নিহতের ঘটনায় বাসচালক ও মালিকের বিচার এবং নিহত-আহতের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই সড়কের নাথেরপেটুয়ায় নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার শতশত মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানির ঘটনায় করা মামলাটি তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে বাস মালিক কর্তৃপক্ষ। অনতিবিলম্বে বাস চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও ক্ষতিপূরণ না পেলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কামাল হোসেন মেম্বার, খোকন কোম্পানি, হেলাল ভূইঁয়াসহ আরও অনেকে। 

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই জামতলী এলাকায় ঢাকা থেকে আসা লাকসামগামী তিশা পরিবহন ও নাঙ্গলকোট থেকে আসা লালমাইমুখী সিএনজির (রেজিঃ নং-কুমিল্লা-থ-১১-৭৫০৫)  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা নিহত হন। 

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি