ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সরাইলে শারদীয় উৎসবের শেষ মূহুর্তের প্রস্তুতি

  সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরাইল উপজেলা সনাতন সম্প্রদায়ের মন্ডপে মন্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এই উৎসবকে ঘিরে মৃৎ শিল্পীদের নির্ঘুম রাত কাটছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঠাকুরধন বিশ্বাসের তথ্যমতে, এবছর সরাইল উপজেলায় মোট ৪৪টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।এর মধ্যে প্রায় অনেকগুলো মন্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।এখন চলছে সাজানোর কাজ। 

উপজেলার সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ পূজামন্ডপ উচালিয়াপাড়ার স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর বাড়ীর মন্ডপের মূল আয়োজক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান,আমাদের এই মন্ডপে বিগত ৯ বছর যাবৎ উদযাপন করে আসছি।এ বছর দশমবারের মত উদযাপিত হচ্ছে আমাদের মন্ডপের এই আয়োজন। 

যথারীতি আমরা আমাদের আয়োজনে এবারও বেশ কিছু নতুন আইটেম সংযোজন করেছি।আমাদের প্রতিমার কাজ শেষ, অন্যন্যে কাজ এবং সকল অপ্রস্তুতিও প্রায় শেষ পর্যায়, আমরা সকলের সার্বিক সহযোগীতায় শারদীয় দুর্গোৎসবটি সমাপ্ত করতে চাই।
আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি