ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরগুনা জেলা কমিটি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কারাগারে পলাশ রায় হত্যার দ্রুত বিচার, সাংবাদিক প্রবীর সিকদার ও তার পরিবারের জান মালের নিরাপত্তা, সামাজিক গণমাধ্যমে উস্কানি দাতাদের গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা কমিটির আহ্বায়ক গৌরাংগ সিকদার শিবুর সভাপতিত্বে বক্তব্য দেন, শ্রীগুরু সংঘের সভাপতি শঙ্কর দেবনাথ, মতুয়া সংঘের সভাপতি বিমল রায়, স্বর্ণ শিল্পী ও জুয়েলার্স সমিতির সভাপতি দীলিপ কর্মকার এবং বরগুনা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি পিজুষ হাওলাদারসহ অন্যান্য নেতার।

বক্তারা অপশক্তি ও দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি