ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৯

মানব পাচার (শিশু) প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২২ বাস্তবায়নে বাগেরহাটে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের খারদ্বার উদয়ন বাংলাদেশ কার্যালয়ে ইনসিডিন বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় উদয়ন বাংলাদেশের প্রতিনিধি শংকর রঞ্জন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাট পৌরসভার কাউন্সিলর আবুল হাসেম শিপন, বিআরডিবির কর্মকর্তা মো. জিয়াউল হক, ভয়েস অব সাউথের নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলাম, শিক্ষিকা সুপর্না রানী হালদার, দৈনিক সংবাদের রিপোর্টার আজাদুল হক, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা আহবায়ক আলী আকবর টুটুল প্রমুখ।

বক্তারা মানব পাচার প্রতিরোধে সরকার নির্ধারিত প্রতিটা জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কমিটি গুলোকে সক্রিয় করার জন্য নিয়মিত সভা করতে হবে। মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইনের যথাযত প্রয়োগ নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়।  
মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এর  সমন্বয়কারী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
কেআই/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি