ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে কোচ-মাইক্রবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ২৫ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বুধবার দুপুরে কোচ-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছকিনাবাড়ি গ্রামের আব্দুস সোবানের ছেলে আনোয়ার হোসেন(৪০),প্যাট্রোবাংলা সিরাজগঞ্জ হাটিকুমরুল শাখার উপ-মহাব্যবস্থাপক যশোর সদর উপজেলার ষষ্টিতলা পাড়া গ্রামের মো.সহিদুল ইসলাম (৫৫)।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আক্তারুজ্জামান জানান,বুধবার দুপুরে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস কোচের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে যাওয়া হাটিকুমরুল গামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন অপর ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেবার পর আরও ১ জনের মৃত্যু হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি