ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপে ইয়াবা ব্যবসায়ী মঞ্জুর গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মঞ্জুরকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সন্তোষপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী মঞ্জুর সন্দ্বীপের গাছুয়া ৪নং ওয়ার্ডের আবুর বাড়ীর মুস্তাফিজুর রহমান মানিকের ছেলে। তাকে এলাকায় সবাই ইয়াবা মঞ্জুর নামে চেনে। দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, মঞ্জুর সন্তোষপুর, আমানউল্লা, কালাপানিয়া, গাছুয়া ও দীর্ঘাপাড় ইউনিয়নে দীর্ঘদিন ধরে অন্যদের সঙ্গে সিন্ডিকেট করে ইয়াবা ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাকে ধরতে ব্যর্থ হয়। 

আজ বুধবার সকাল ১১টায় পুলিশ গোপন সূত্রে তার নিশ্চিত অবস্থান জানতে পারলে এএসআই অঞ্জন, এএসআই আমিনুল ইসলামসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে।
 
সন্দ্বীপ থানা পুলিশের এএসআই অঞ্জন চৌধুরী বলেন, মঞ্জুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি।তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে এসেছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি