ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেনের নামকরণে মতবিনিময় সভা 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯

আগামী ১৬ অক্টোবর চালু হচ্ছে কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেন (কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম)। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের কার্যক্রম উদ্বোধন করবেন। এই ট্রেনের নামকরণের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে নামকরণ অনুষ্ঠানে ৮টি নাম প্রস্তাবণা আকারে আসে।নামগুলো হচ্ছে,বঙ্গবন্ধু এক্সপ্রেস, শেখ হাসিনা এক্সপ্রেস,বঙ্গকন্যা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম ভাওয়াইয়া এক্সপ্রেস, ভাওয়াইয়া এক্সপ্রেস, কুড়িগ্রাম ধরলা এক্সপ্রেস ও কুড়িগ্রাম চিলমারী এক্সপ্রেস।প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।এ কার্যালয়ে থেকেই নামটি চূড়ান্ত করা হবে বলে জানা যায়। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম ২২ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জামাল হোসেন প্রমুখ। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি