ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুর মহানগরীর পূবাইলের বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পূবাইলের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। আবুল কালাম ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে। স্ত্রী পুতুলকে নিয়ে স্বপরিবারে ওই এলাকায় বসবাস করতেন আবুল কালাম।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূবাইল থানার ওসি নাজমুল হক জানান, আবুল কালাম তার স্ত্রীকে নিয়ে বসুগাঁও এলাকার জিএম টেক্সটাইলের পেছনে বসবাস করতেন। গেল রাতে দুর্বৃত্তরা আবুল কালাম ও তার স্ত্রীকে নিজ কক্ষে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দম্পতির মৃত্যু হয়। ভোরে এলাকাবাসি হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই দম্পতির দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

ওসি আরও জানান, কী কারণে এবং কারা এই জোড়া খুন করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে। আলামত সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি