ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ আব্দুল মালেক (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আটক আব্দুল মালেক পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ি পোষ্ট হতে আব্দুল মালেককে আটক করে। 

পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি হুন্ডির টাকা উদ্ধার করা হয়। মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে আব্দুল মালেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

আই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি