ঢাকা, শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪

শাহজাদপুরে লুটের ১৬ মন ঘিসহ ৩ ডাকাত আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে লুটের ১৬ মন ঘি এবং সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।এরা হলো শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের মৃত. রমজান সরকারের ছেলে হারুনর রশিদ(৩৫), গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত.শাম প্রাং এর ছেলে মো.মুক্ত(৩২) ও দ্বারিয়াপুর বাজারপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে মো.বুলবুল(২৮)। 

শাহজাদপুর থানার ওসি (অপারেশন)আনোয়ার হোসেন জানান,মঙ্গলবার রাতে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকার ঘি ব্যবসায়ী দুলাল হোসেন ১৬ মন ঘি ট্রাকে করে ঢাকা নিয়ে যাচ্ছিল। তারা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর থানার গঙ্গাপ্রসাদে পৌছলে আটক ওই ৩ ডাকাতসহ নুকালী মৃত. ঈসমাইল সরকারের ছেলে সুমন(৩৫) ট্রাকটি অস্ত্রের মুখে গতিরোধ করে চালক ও মালিককে জিম্মি করে ঘি লুট করে পালিয়ে যায়। 

এঘটনায় ব্যবসায়ী দুলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ঘি ভরা ড্রাম উদ্ধার এবং ৩ ডাকাতকে আটক করে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি