ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাত দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

সাত দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখা’র ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।   

জানা যায়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন, দ্বিতীয় শ্রেণীর গেজেটেড মর্যাদা প্রদান, বিদ্যালয়ের সময় সুচি ১০টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ এবং ২০১৪-২০১৫ পর্যন্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেল প্রদানসহ ৭দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,শিক্ষক সমিতির সংগঠনের সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিন্টু, প্রধান শিক্ষক কমল কুমার রায়. শিক্ষিকা নাহিদা হক প্রমূখ। 

বক্তারা দ্রুত তাদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান অন্যথায় তারা দেশব্যাপী কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কার্যালয়সমূহে স্মারকলিপি পেশ করেন। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি