ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ০৮:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

আশুলিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ হেলাল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামগড়া চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হেলাল মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের আব্দুল জলিল মাঝির ছেলে। সে আশুলিয়ার জামগড়া এলাকার মনিরের বাড়িতে ভাড়া থাকত।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমান বলেন, হেলাল দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় ভাড়া থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। বৃহস্পতিবার রাতেও মাদক বিক্রি করবে এমন গোপন খবরের ভিত্তিতে ক্রেতা সেজে অভিনব কায়দায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী হেলালের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়ে আদালতে প্রেরণ করা হবে।    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি