ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে পর্যটন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:১২, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করে। এই মোটর শোভাযাত্রীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাগেরহাট জেলায় বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে। এরমধ্যে ঐতিহাসিক ষাটগম্বুজ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে নির্বাচিত। অপার সম্ভবনাময় এই দর্শনীয় স্থানগুলো দেখতে বছরের অধিকাংশ সময় দেশি বিদেশি পর্যটকরা এখানে ভিড় করেন। এই দর্শনীয় স্থানে যতবেশি পর্যটক আসবে ততো আমাদের অর্থনীতি সচল হবে।

পরে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ঘোড়া দিঘীতে এক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি