ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে নিজ দোকানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে নুর ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত নুর ইসলাম ওই এলাকার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে নিজ দোকানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ছটফট করতে থাকে নুর ইসলাম। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি