ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৪, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের ঢেকনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিয়াম কুমিলার শাহিন আলমের ছেলে এবং বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।

সিয়ামের নানী রেজিয়া আক্তার জানান, সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সিয়াম। খেলার সময় বাড়ির পার্শ্বে নতুন খননকৃত পুকুরে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় সিয়াম। পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি