ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা ও কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা প্রশাসনসহ  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান। 

পরে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কবির লেখা ও জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। 

তবে শ্রদ্ধা জানাতে আসা লোকজন কবির সমাধীটি অযত্ন আর অবহেলায় পরে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা সমাধীটিতে দ্রুততম সময়ে কমপ্লেক্সের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এদিকে তিন বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দুঃখ প্রকাশ করেছেন লেখকের সহধর্মীনি আনোয়ারা সৈয়দ হক। তিনি কমপ্লেক্সের কাজ দেখে মরে যেতে চান বলে এক বার্তায় সাংবাদিকদের অবগত করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি