ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালি আকর্ষণীয় করতে জেলার দর্শনীয় স্থান লাউয়াছড়া,বাইক্কাবিল, জলের গ্রাম অন্তেহরি,মাধবকুণ্ড, হামহাম জলপ্রপাতের ছবি সম্বলিত ফেসটুন রাখা হয়। 

র‌্যালিতে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

এসময় বক্তারা বলেন, জেলার সম্ভবনাময় পর্যটনের উন্নয়ন কার্যক্রম বেগবান করলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া, মৌলভীবাজারের দর্শনীয় স্থান দেশ-বিদেশে আরো পরিচিতি পাবে। 
আই/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি