ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

"ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে" এই প্রতিতিপাদ্যে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। 

দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা ও ঐতিহ্য কুমিল্লা ট্যুরিজমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

পরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুবসহ অনেকে। 
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি