ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় তেলবাহী ট্যাংক বিস্ফোরণে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০১৯

কুষ্টিয়ায় তেলবাহী একটি লরির ট্যাংক বিস্ফোরণে সেলিম (২৮) নামে এক ওয়ার্কশপ মালিক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন জানান, ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাংক ছিদ্র হলে (ঝিনাইদহ-ঢ-৪১-০০১৪) পাশের ওয়ার্কশপে ওয়েল্ডিং করতে দেওয়া হয়।

ওয়ার্কশপের মালিক সেলিম ওয়েল্ডিং করার সময় লরির ট্যাংক বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি