ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে নতুন ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:০২, ২৭ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।২ দিনে নতুন কোন ডেঙ্গু রোগী হাসপাতালে না আসলে এখন নতুন রোগী ভর্তি হওয়ার এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।
 
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন,‘রাজবাড়ীতে এ পর্যন্ত ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তবে রাজবাড়ীর কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনও ডেঙ্গু রোগী মারা যাননি।’

বর্তমানে রাজবাড়ীর হাসপাতালগুলোতে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানা যায়। শুক্রবার দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতাল ২ জন ও পাংশায় ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি