ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়য়িার আখাউড়ায় পুকুরের পানি ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে।  জানা যায়, নিহত মো. আবির ভূইয়া (০৪) ঐ এলাকার মো. ইউসুফ ভূইয়া ছেলে। 

আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, সকালে বাড়ির পাশে পুকুরে পাড়ে খেলতে যায় আবির। এ সময় সে পানি পরে ডুবে যায়। বাড়ি লোকজন আবিরকে রসু ভূইয়ার পুকুর থেকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি