ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পর্যটন দিবসে কক্সবাজার সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
 
সমুদ্র সৈকতে এই কর্মসূচিতে অংশ নেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’ নামের একটি গ্রুপের সারাদেশ থেকে আসা প্রায় ৭০০ সদস্য।একই সঙ্গে শুক্রবার রাত ১০টায় আতশবাজি জ্বালিয়ে তারা উৎসব করেন।
 
কর্মসূচির সমন্বয়ক মুহিত রহমান চৌধুরী জানান, কক্সবাজার পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত। তাই ২০০১ সালে যারা এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই সব সমমনা বন্ধুদের নিয়ে এ আয়োজন। 
পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হয়। 
এমএস/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি