ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে মহিলা শ্রমিক লীগের কর্মী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটে মহিলা শ্রমিক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শহরের রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে খুলনা, সাতক্ষিরা, পিরোজপুর ও বাগেরহাট জেলার শ্রমিক লীগের কর্মীদের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা রওশন জাহান সাথী। 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য শামসুর নাহার ভুইয়া। 

এ সময় বক্তারা বলেন, ‘দেশে বর্তমানে অর্ধেকের বেশি ভোটার নারী। নারীদের ভোটেই সরকার গঠন হয়। আমাদের মহিলা শ্রমিক লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।আসন্ন মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।তার কাছে আমাদের দাবি তুলে ধরতে হবে। মহিলা শ্রমিক লীগ হবে আগামী দিনের শক্তিশালী সংগঠন। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এমএস/কেআই 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি