ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখানের নোয়াগাও গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাল ব্যবসায়ী শামীম মিয়ার বসত ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। 

শুক্রবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শামীম মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার প্রতিবেশী কাজল মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমার বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মকদ্দমাও রয়েছে। প্রতিপক্ষই তার ঘরে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

এ সময় ঘরের ভিতরে অবস্থান করা তার স্ত্রী সন্তানরা বের হতে পারলেও ঘরের ভিতরে থাকা নগদ আড়াই লাখ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। 

এ ঘটনায় শুক্রবার রাতে শামীম মিয়া শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করেন বলে উল্লেখ করেন তিনি। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি