ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রংপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি বাসের চাপায় ইতি আক্তার নামে সরকারি রোকেয়া কলেজের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। 

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে শাহ ‘ফতেহ আলী’ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত ইতি রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে।

জানা যায়, ইতিকে চাপা দেয়ার পর দমদমা ব্রিজের কাছে যাত্রীসহ বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটক করে।

পুলিশ ইতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান একুশে টিভি অনলাইনকে বলেন, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি