ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে ধামসোনা ইউনিয়ন চ্যাম্পিয়ন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯

সাভার উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ধামসোনা ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের ফাইনালে তেঁতুলঝোড়া ও ধামসোনা ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। 
এতে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও উভয় দল গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। একে ধামসোনা ইউনিয়ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-১৯ আসনের সাংসদ ও সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ অনেকে। 
আই/কেআই 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি