ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে নিখোঁজ সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই দিন পর শেখ হাফিজুর রহমান (৪০) নামে এক  সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হাড়িদাহ গ্রামের হাড়িদাহ খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত হাফিজুর রহমান হাড়িদাহ গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। তিনি ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ঢাকার সাভারে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। চার দিন আগে বাড়িতে আসেন তিনি। গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলের হাফিজুর।
 
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, আজ বেলা ১১টার দিকে হাড়িদাহ গ্রামের হাড়িদাহ খাল থেকে ভাসমান অবস্থায় হাফিজুর রহমানের  লাশ উদ্ধার করা হয়েছে। তার ডান হাতের কনুইয়ের কাছ থেকে ভাঙ্গা ছিল। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি। 
আই/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি