ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ আহমেদ (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে গ্রামের একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত পলাশ একই উপজেলার সদাবরী গ্রামের আব্দুর রফিকের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, কার্পাসডাঙ্গা গ্রামের আবুজারের নবনির্মিত দোতলা ভবনে কাজ করছিলো পলাশ। এ সময় অসাবধানতাবশতঃ ভবনের বিদ্যুতের স্পর্শে দোতলা ভবন থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি