ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

জয়পুরহাটে নানা আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের আয়োজনে জন্মদিনের কেক কাটা হয় পরে সেখানে আলোচনা সভা ও দোয়া করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শামছুল আলম, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলীসহ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে 'উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোল্য়ামান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু এমপি, যুগ্ম সম্পাদক জাহেদুল আলম বেনু, শেখর মজুমদারসহ দলীয় নেতা-কর্মীরা। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি